নিউজ ডেস্কঃ
শ্রমিক, কৃষক, দোকানদার, কর্মচারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের নিম্নপদস্থ মানুষ কষ্টে আছে। কারণ, প্রতিদিন জিনিসের দাম বাড়ছে। বিপরীতে বেতন-ভাতা বাড়ছে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গাবতলী এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
বিএনপির এই নেতার দাবি, সংসার চালানোর এই কষ্টের কথা বলতে গেলেই সরকার বাধা দিচ্ছে। সাধারণ মানুষের দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে না। উল্টো নির্যাতন–নিপীড়ন, হামলা, মামলা, গ্রেপ্তার করা হচ্ছে।
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ ঢাকার দুই এলাকায় বিএনপির দুটি পদযাত্রার কর্মসূচি ছিল। অন্যটি ছিল ধানমন্ডিতে।
নজরুল ইসলাম খান বলেন, ‘আগের রাতের ভোটে নির্বাচিত সংসদ বাতিল করা হোক। ওই সংসদের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, আইনত ওই অবৈধ সরকারের পদত্যাগ চাই—এসব দাবি কি অন্যায়? আমরা চাই, আমাদের ভোটে সরকার নির্বাচিত হয়ে আমার কাছে জবাবদিহি করুক, দায়বদ্ধ থাকুক।’