জগন্নাথপুর টাইমসশুক্রবার , ২৬ মে ২০২৩, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মালয়েশিয়ায় মানববন্ধন

Jagannathpur Times BD
মে ২৬, ২০২৩ ২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া:

বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওযামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

২৫ মে বৃহস্পতিবার স্থানিয় সময় বেলা সাড়ে ৩ টায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হ্ইাকমিশনের সামনে মানববন্ধন করে মালয়েশিয়া আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল ও সাধারন সম্পাদক অহিদুর রহমান অহিদের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় বঙ্গবন্ধু কন্যাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হলেও আল্লাহ তায়ালা তাকে বাঁচিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রীকে জনসভায় প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দাসহ হুমকিদাতাকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানান নেতারা। যা দেখে আর কোনো মানুষ এ ন্যক্কারজনক হত্যার হুমকি দেওয়ার সাহস না পায়।
মানববন্ধন শেষে হাইকমিশনারের বরাবরে এক স্বারক লিপি প্রদান করা হয়। স্বারকলিপি গ্রহণ করেন হাইকমিশনের হেড অফ চ্যান্সেরি ফারহানা আহমেদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ সভাপতি রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, হুমায়ূন কবির, যুগ্ন সাধারন সম্পাদক শাহীন সরদার, আব্দুল বাতেন, শাখাওয়াত হোসেন জোসেফ, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, জিল্লুল, যুবলীগের যুগ্ন আহবায়ক মনসুর আল-বাসার সোহেল, সদস্য জহিরুল ইসলাম জহিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।