জগন্নাথপুর টাইমসরবিবার , ২৮ মে ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আরিফুল হকের বাসায় হঠাৎ আনোয়ারুজ্জামান

Jagannathpur Times BD
মে ২৮, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট :আরিফুল হক চৌধুরীর বাসায় হঠাৎ আনোয়ারুজ্জামান চৌধুরী ।

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ।

রবিবার (২৮ মে ২০২৩) সকালে তিনি মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে হঠাৎ হাজির হন। এ সময় তিনি মেয়র আরিফের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান। জানা গেছে, সকাল ১০টার দিকে আরিফুল হকের বাসায় উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক চৌধুরী।এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। দুই নেতার আলাপকালে আনোয়ারুজ্জামান সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি মেয়র আরিফুল হকের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।  সেখানে তিনি আধাঘণ্টারও বেশি সময় ছিলেন বলে জানা গেছে।
আরিফুল হক চৌধুরী এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। গত ২০ মে রেজিস্ট্রারি মাঠে জনতার সমাবেশ করে তিনি প্রার্থী না হওয়ার ঘোষণা দেন। আগামী ২১ জুন সিসিক নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।