ঢাকা :
বিশ্ব কবিতা দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়েজনে অনুষ্ঠিত হয়।
কবিতা দিবসের অনুষ্ঠানে সুমনা গুপ্তার “মায়াভরা আঙিনার পথ” কবিতার বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
উপস্থিত ছিলেন শিক্ষক অধ্যাপক আহমেদ রেজা, কবি খালেদ হোসাইন, কবি সুমনা গুপ্তা ও অধ্যাপক ড . লাইজু নাসরিন।
উল্লেখ্য ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে।
এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা।
ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, “এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।