শিরোপা জিতল মোহামেডান। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের লড়াই ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছিল। গ্যালারি ভরে উঠেছিল দর্শকে। ম্যাচের আগে মোহামেডানের টিম মিটিংয়ের কোচ আলফাজ বলেছিলেন, ‘আমাদের হারানোর কিছু নেই।
ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন মোহামেডান স্ট্রাইকার ও অধিনায়ক সোলেমান দিয়াবাতে। বারবার পিছিয়ে যাওয়া দলকে তিনিই লড়াইয়ে ফিরিয়েছেন। শেষ পর্যন্ত তার ৪ গোলে ম্যাচটা হয়ে দাঁড়ায় ‘দিয়াবাতের ম্যাচ’।
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। মোহামেডানের হয়ে প্রথম গোলটাই করেন দিয়াবাতে। কিন্তু আবাহনীর রাফায়েলের নেওয়া প্রথম শটটা আটকে দেন মোহামেডানের বদলি গোলকিপার আহসান হাবিব। মোহামেডানের চতুর্থ এবং আবাহনীর পঞ্চম শট আটকে যায়। শেষ পর্যন্ত মোহামেডানের পঞ্চম শটে কামরুল গোল করতেই শিরোপা জয়ের উল্লাসে ফেটে পড়ে মোহামেডান শিবির। ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তুলল ঐতিহ্যবাহী ক্লাবটি। আজকের দিনটি তো মোহামেডান সমর্থকদের উল্লাস করারই দিন।