মুহাম্মদ সালেহ আহমদ :
ফ্রান্স সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। অবসর নীতিমালা পরিবর্তন নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ পরিস্থিতিতে রাজার এই সফর নিয়ে আগেই শঙ্কা তৈরি হয়েছিল।
ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর অনুরোধে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার থেকে এই সফর শুরু হওয়ার কথা ছিল।
ব্রিটিশ রাজা হিসেবে ফ্রান্স সফর ছিল চার্লসের প্রথম বিদেশ সফর।
সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।