জগন্নাথপুর টাইমসবুধবার , ৩১ মে ২০২৩, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ১২ জুন পঙ্কজ ভট্টাচার্য স্মরণে নাগরিক শোকসভা

Jagannathpur Times BD
মে ৩১, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

বাঙালির অহংকার প্রজন্মের অন্যতম প্রদীপ, বাংলার মানুষের মুক্তির লক্ষ্যে নিরলস সংগ্রামী, ষাটের দশকের ছাত্র আন্দোলনের কিংবদন্তী নেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি প্রবীন নেতা পংকজ ভট্টাচার্যের প্রয়াণে লন্ডনে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। আগামী ১২ জুন সোমবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি পূর্ব লন্ডনের বিজনেস ডেভোলাপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশী-ব্রিটিশ নাগরিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক মাহমুদ এ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিলেতে মুক্তিযুদ্ধের শীর্ষস্থানীয় প্রবীন সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আবু মুসা হাসান, কমিউনিটি নেতা ও পীর হবিবুর রহমান ফাউন্ডেশনের সভাপতি আজিজ চৌধুরী, ষাটের দশকের ছাত্রনেতা ও জে সি ডাব্লিউ আই এর সাবেক চীফ এক্সিকিউটিভ হাবিব রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিক দেওয়ান গৌস সুলতান, প্রবীন সাংবাদিক হামিদ মোহাম্মদ, আমরা একাত্তর এর যুক্তরাজ্য সংগঠক সত্যব্রত দাস স্বপন, যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, আইনজীবী সৈয়দ ইকবাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সরোয়ার কবিরসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আগামী ১২ জুন, সোমবার শোক সভা সফল করার লক্ষ্যে ষাটের দশকের ছাত্রনেতা ও জে সি ডাব্লিউ আই এর সাবেক চীফ এক্সিকিউটিভ হাবিব রহমানকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান ও আজিজ চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে সভায় একটি প্রস্তুতি কমিটি করা হয়।

প্রস্তুতি কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রবীণ জননেতা সুলতান শরীফ ও মাহমুদ এ রউফের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয় এবং সার্বিক কার্য পরিচালনার জন্য সৈয়দ আনাস পাশা ও সৈয়দ ইকবাল কে কমিটির সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

মূল কমিটিতে বিলেতে সাংগঠনিক কর্মতৎপর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত রেখে সবার সমন্বয়ে মুক্তিযুদ্ধের শীর্ষস্থানীয় সংগঠক পংকজ ভট্টাচার্যের প্রতি নাগরিক শ্রদ্ধা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদি বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।