জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বার্মিংহামে আলহাজ্ব শেখ মখন মিয়া স্মরণে আলোচনা সভা

Jagannathpur Times BD
জুন ১, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ :

সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব, জেলা ব্যবসায়ি ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব শেখ মখন মিয়া স্মরণে বার্মিংহামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকে’র আয়োজনে সম্প্রতি বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামিক স্কলার, সিরাজাম মুনিরার মুহতারাম খতীব সায়্যিদ শেখ ফাদি যুবা ইবনে আলী।

এ সময় আলহাজ্ব মখন মিয়া চেয়ারম্যানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।
তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, আলহাজ্ব মখন মিয়া চেয়ারম্যান ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন বিচারিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি।

তিনি জীবনভর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পাশাপাশি সমাজের খেদমত করেছেন। সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন সমাজের বিভিন্ন পর্যায়ে।

সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকে’র উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক মাওলানা আবুল হাসানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্যা ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ, সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ।

আনজুমানে আল ইসলাহ মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি মাওলানা হুছাম উদ্দিন আল হুমায়দির কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজাম মনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্ব কাজী নানু মিয়া, আলহাজ্ব জসিম উদ্দিন ও ইমাম হাফিজ মাওলানা শামসুল আলম প্রমূখ। বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।