মুহাম্মদ সালেহ আহমেদ :
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহ জালাল রহ. এর প্রাক্তন ছাত্রদের সংগঠন দরগাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের ইউকের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয় । পরিষদের সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ ক্বারী গোলাম বর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল গাফফার, উপদেষ্টা মুফতি আব্দুল মালিক, মাওলানা আব্দুর রব, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা মোবারক আলী,সহ সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া,হাফিজ মাওলানা নাজির উদ্দিন, হাফিজ মুশতাক আহমদ, মাওলানা আখতার আহমদ, মুফতি লুৎফুর রহমান বিন্নুরী, জয়েন্ট সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ,প্রচার স¤পাদক মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানী, হাফিজ মাওলানা আশরাফুল মৌলা, হাফিজ মাওলানা মাছুম আহমদ, মুফতি জুবায়ের আহমদ, মাওলানা মুস্তাাফিজুর রহমান, মাওলানা শাহিন আহমদ, কারী গোলাম রব, হাফিজ নজমুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, হাফিজ হোসাইন আহমদ, হাফিজ আব্দুল আহাদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশন গত সেশনের সংগঠনের কার্যক্রমের জেনারেল রিপোর্ট পেশ করেন পরিষদের সেক্রেটারী মুফতি বুরহান উদ্দিন। আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মাওলানা সামছুল হক ছাতকী। দুটো রিপোর্ট পর্যালোচনা ও পরামর্শসহ উপস্থিতির মতামতের ভিত্তিতে গৃহীত হয়। পরে উপস্থিত কাউন্সিলারদের প্রস্তাবে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে মাওলানা আব্দুল গাফফার, মুফতি আব্দুল মালিক, মাওলানা আব্দুর রব, মাওলানা মোবারক আলী, মাওলানা গোলাম কিবরিয়াকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়।
উক্ত কমিশন পার¯পরিক মতামতের ভিত্তিতে মাওলানা হেলাল উদ্দিনকে সভাপতি, মুফতি বুরহান উদ্দিনকে সেক্রেটারি, মুফতি ছালেহ আহমদ জয়েন সেক্রেটারি করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। উক্ত কমিটি পরবর্তীতে উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের পরামর্শ নিয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন। কাউন্সিল অধিবেশনে সদ্য প্রয়াত জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহ জালাল রহ. এর মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর রহ. এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি