জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৬ জুন ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে সংসদ সদস্য মোকাব্বির খানকে অবাঞ্ছিত ঘোষণা

Jagannathpur Times BD
জুন ৬, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিউজ ডেস্ক :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সংসদ সদস্য মোকাব্বির খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৫ জুন ২০২৩) বিকেলে এক পথসভায় এ ঘোষণা দেন তারা।

এর আগে পৌরশহরের নতুন বাজারের পৌরসভা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রিজের ওপর গিয়ে শেষ হয়।

সেখানে পথসভায় বক্তারা স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি দিয়ে বিশ্বনাথে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ নেতা দুলন আহমদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন।

২০২০ সালের ১০ আগস্ট আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগদিতে বিশ্বনাথ উপজেলা পরিষদে প্রবেশের সময় সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়িতে হমালা হয়। ঘটনার পরদিন তার এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা করেন।

এর দীর্ঘ দুবছর ৯ মাস পর ৩১ মে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী মামলার রায়ে কেবল শামীম আহমদকে দুবছরের সশ্রম কারাদণ্ড দেন। এর প্রতিবাদ জানিয়ে আসছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।