জগন্নাথপুর টাইমসবুধবার , ৭ জুন ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগন্জের দিরাইয়ে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদী কর্মসূচী

Jagannathpur Times BD
জুন ৭, ২০২৩ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

সুনামগন্জ প্রতিনিধি :

সুনামগন্জ জেলার দিরাইয়ে সুদখোরদের বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী। সুদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মৃত্যুবরণকারী দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের মর্মস্পর্শি মৃত্যুর ঘটনায় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে তিনদিন প্রতিবাদী কর্মসূচী হাতে নিয়েছে।

তিনদিনই দিরাই থানা পয়েন্টে মানববন্ধন করবেন তারা। সৌম্য চৌধুরী’র অকাল মৃত্যুতে ও মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে গুরুত্ব দিয়ে তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তি একইসঙ্গে দিরাইয়ের সুদখোরদের দৌরাত্মের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে মঙ্গলবার বিকালে দিরাই থানা পয়েন্টে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিরাই শাখা।

সংস্থার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী মুসলেম উদ্দীনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান লাল মিয়া, এমদাদ সর্দার, সাবেক কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, জসিম উদ্দিন, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, হান্নান অর রশিদ, সেবুল রেজা চৌধুরী, কাজী নুরুল আজিজ চৌধুরী, বিথি দাস, সুমন মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।