জগন্নাথপুর টাইমসশনিবার , ১০ জুন ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রকৃত শিক্ষায় কোনো কৃত্রিমতার সুযোগ নেই- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

Jagannathpur Times BD
জুন ১০, ২০২৩ ৭:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক , সুনামগঞ্জ :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রকৃত শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যেখানে কোনো কৃত্রিমতার সুযোগ নেই। হাতে কলমে নিজে বুঝে দেখে পড়ালেখা করলে সেই শিক্ষা দেশ ও জনগণের কল্যাণে আসবে। শুধু গ্রেড ভালো হলেই ভালো শিক্ষার্থী নয় গ্রেডের পাশাপাশি স্বশিক্ষিত হতে হবে। গ্রেড দিয়ে শিক্ষার মান বিচার করা যায় না। তোমরা যারা লেখাপড়া করছো আশা করছি ভালোভাবে লেখাপড়া করে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।’

মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব কিছুতেই যুগান্তকারী অবদান রাখছে। দেশের মানুষ এখন এই সরকারকে বিশ্বাস করে। আমরা ভেদাভেদ সমর্থন করি না। যার জন্য দেশের সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করছে।’

শুক্রবার (৯ জুন ২০২৩) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এসব কথা বলেন তিনি।

ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের হলরুমে ডুংরিয়া উত্তরণ ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘দেশের একমাত্র প্রধান সমস্যা হচ্ছে শিক্ষায় আমরা পিছিয়ে আছি। দেশে এখনো শিক্ষার হার কম। এখনো ২০-২৫ ভাগ মানুষ নাম লিখতে পারে না। আরও ২০-৩০ ভাগ মানুষ নাম লিখতে পারে কিন্তু কী লিখছে তা ভালোভাবে জানে না। এটার পরিবর্তন না হওয়ার আগপর্যন্ত আমরা দুনিয়ার মানুষের সাথে মিশতে পারব না। এর একমাত্র অস্ত্র শিক্ষা। শিক্ষা ছাড়া ন্যায়বিচার পাওয়া যায় না। দরিদ্র মানুষ কোথাও ন্যায়বিচার পায় না। এটা আমি দীর্ঘজীবনে দেখেছি। দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার একমাত্র পথ হচ্ছে হচ্ছে শিক্ষা। শিক্ষা থাকলে কেউ তার সাথে অবিচার করতে পারবে না। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা শিক্ষাক্ষেত্রে সকল সুবিধা দিতে বদ্ধপরিকর।’

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।