জগন্নাথপুর টাইমসবুধবার , ১৪ জুন ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ১৯নং ওয়ার্ডে মহিলা সমাবেশ

Jagannathpur Times BD
জুন ১৪, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ১৯নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় রায়নগর সোনারপাড়ায়  সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সালমা বাসিত এর সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম এর সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সাধারণ মানুষ। আপনারা যদি ভালবেসে তাকে ভোট দেন তাহলে শুধু নগর ভবনই নয়, আমাদের বাসার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। তিনি নির্বাচিত হলে এই সিলেটে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক মেয়র কামরান পত্নী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান জামিল, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজরা বেগম, সিলেট জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেত্রী সুষমা সুলতানা রুহী, অরুণ পাল ঝলক, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, হুরায়রা ইফতার হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য খলিল আহমদ প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।