জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১৬ জুন ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাব‌্যবস্থা ও অর্থনৈ‌তিক উন্নয়‌নে বাংলা‌দেশ এগিয়ে – স্টিভ রিড

Jagannathpur Times BD
জুন ১৬, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

এম ইসলাম :

ব্রিটিশ সংস‌দের চারবা‌রের সংসদ সদস্য ও বিচারবিষয়ক ছায়ামন্ত্রী লর্ড চ‌্যা‌ন্সেলর স্টিভ রিড ব‌লে‌ছেন, নানা সংকট স‌ত্ত্বেও বাংলা‌দে‌শের অগ্রযাত্রা ও সাফ‌ল্যের যাত্রাপথ অভাবনীয়।
বি‌শেষ ক‌রে শিক্ষাব‌্যবস্থা ও অর্থনৈ‌তিক উন্নয়‌নে বাংলা‌দেশ এগিয়ে চল‌ছে।

তিনি বলেন, এ ছাড়া ব্রিটে‌নের মূলধারায় রাজনী‌তি‌তে কাউন্সিলর মোহাম্মদ ইসলা‌মের ম‌তো রাজনী‌তি‌বিদরা অসামান‌্য অবদান রাখ‌ছেন। ব্রিটে‌নের অর্থনী‌তি, রাজনী‌তি তথা আজ‌কের ব্রিটিশ সমাজব‌্যবস্থায় ব্রিটিশ বাংলা‌দেশিদের অবদান অত‌্যন্ত গৌরবের।

স্টিভ রিড সম্প্রতি বাংলা‌দেশ সফ‌রের কথা স্মরণ করে ব‌লেন, ব্রিটিশ বাংলা‌দেশিরা আমাকে ‘স্টিভ ভাই’ নামে ডা‌কেন। এ প‌রিচ‌য়ে আমি আন‌ন্দিত। ব্রিটে‌নে বাংলা‌দেশি‌দের প্রধান ব‌্যবসা ইন্ডাস্ট্রির সংকট নিরস‌নে তি‌নি কাজ কর‌ছেন ব‌লেও জানান।

ক্রয়োডন কাউন্সিলের লেবার গ্রু‌পের চেয়ারম‌্যান কাউন্সিলর মোহাম্মদ ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব‌্য দেন ব্রিটে‌নের পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস বিষয়ক ছায়া মন্ত্রী সংসদ সদস্য সারা জোনস।

আরও বক্তব‌্য দেন ক্রয়োডন কাউন্সিলের ডেপু‌টি সি‌ভিক মেয়র আপপু শ্রী‌নিভাষন,‌ হেলাল আব্বাস, কাউন্সিলর স্টুয়ার্ড কিং, কাউন্সিলর হুমায়‌ুন কবীর, কাউন্সিলর মোহাম্মদ ওসমান গ‌নি, কাউন্সিলর সা‌বিহা কামালী ও সংগঠন‌টির সভাপ‌তি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোবারক আলী, মিজানুর রহমান আবলুস প্রমুখ।

বৃহস্প‌তিবার (১৫ জুন) দুপু‌রে হাউস অব কম‌ন্সের জু‌বি‌লি রু‌মে নয়াবন্দর এডু‌কেশন অ্যান্ড ও‌য়েল‌ফেয়ার সোসাইটি ইউকের রজতজয়ন্তীর এই অনুষ্ঠা‌নে ব্রিটিশ বাংলা‌দেশি ক‌মিউনি‌টির বি‌ভিন্ন পর্যা‌য়ে অবদান রাখা ব‌্যক্তি‌দের সম্মাননা স্মারক তু‌লে দেন অতিথিরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।