শেষ নির্বাচনী জনসভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি নির্বাচিত হলে এই শহরে কোনো চাঁদাবাজ, ছিনতাইকারী, ভূমিদখলকারী থাকবে না। এই নগর হবে সুন্দর, স্মার্ট নগর।’ নিজের নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি সিলেটের মানুষের যে সমস্যা বা দাবি রয়েছে তা আমি শতভাগ না হলেও ৯০ শতাংশ বাস্তবায়ন করতে পারব।’
সোমবার (১৯ জুন ২০২৩) রাতে সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠে নিজের শেষ নির্বাচনী জনসভায় সিলেটবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘আপনারা এই সন্তানের ওপর, ভাইয়ের ওপর ভরসা রাখতে পারেন। আপনারা আমার ওপর ভরসা রাখুন, কথা দিচ্ছি আমি আপনাদের ছোট করব না।
আপনারা লজ্জিত হন, আপনাদের মুখ ছোট হয় এমন কোনো কাজ আমি করব না।
তিনি নগরবাসীর কাছে ভোট প্রার্থনা করে বলেন, ‘আপনারা যদি কষ্ট করে আপনাদের আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন এই সিলেটের মানুষের প্রত্যেকটি দাবি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। গিয়ে বলব, নেত্রী আমি সিলেটের সর্বস্তরের মানুষের কাছে গিয়েছিলাম। তারা আমাকে সম্মানীত করেছেন। আপনি নৌকা দিয়ে পাঠিয়েছিলেন এই সিলেটের মানুষ আমাকে খালি হাতে দেননি। আমাকে জয়ী করেছেন।’ তিনি বলেন, ‘আমি মনে করি সিলেটের মানুষের যে দাবি তা আমি শতভাগ না হলেও ৯০ শতাংশ বাস্তবায়ন করতে পারব।