জগন্নাথপুর টাইমসশনিবার , ২৪ জুন ২০২৩, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়নে ফিরতে চায় – ইউগভের জরিপ

Jagannathpur Times BD
জুন ২৪, ২০২৩ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান :

 

 

 

 

 

 

যুক্তরাজ্যের জনগণ সাত বছর পর এসে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে চাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ৫৮ দশমিক ২ শতাংশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে ফিরতে চান।

বেশ ছেঁকে ছেঁকে এই জরিপ করা হয়েছে। এই সমীক্ষা থেকে সেই সব নাগরিককে বাদ দেওয়া হয়েছে, যাঁরা বলেছেন তাঁরা জানেন না, গণভোট হলে কোন পক্ষে ভোট দেবেন।

কিংবা যাঁরা ভোট দেবেন না, তাঁদেরও এই সমীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে।

ব্রেক্সিটের পক্ষে যেমন জনমত রয়েছে, তেমনি বিরুদ্ধ জনমতও কম নয়।

২০১২ সাল থেকে এ নিয়ে আলোচনা চলছে। ওই বছর একটি জনমত জরিপে দেখা গিয়েছিল, যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকতে চান।

তবে ব্রেক্সিটের পক্ষে প্রচারের কারণে এই চিত্র বদলাতে থাকে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেন।

এরপর ২০১৬ সালে ব্রেক্সিট প্রশ্নে গণভোট হয়।ওই গণভোটের পর ২০২১ সালে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, ৪৭ শতাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে।                                                                        কিন্তু এই চিত্র বদলাতে থাকে এরপর থেকে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬০ শতাংশ যুক্তরাজ্যের নাগরিক বলেছিলেন, তাঁরা ইইউতে ফেরার পক্ষে।

যুক্তরাজ্য নয় ইতালি, ফ্রান্সের এমন জরিপ চালানো হয়েছে। এসব দেশে জনসাধারণকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁরা ব্রেক্সিটের আদলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে চান কি না। এই জরিপে ফলাফল এসেছে, ৬২ শতাংশ ফ্রান্সের নাগরিক চান তাঁরা ইউরোপীয় ইউনিয়নে থাকবেন। আর ইতালির ৬৩ শতাংশ নাগরিকও একই কথা বলেছেন। এ ছাড়া জার্মানি, স্পেন, ডেনমার্ক ও সুইডেনের অধিকাংশ নাগরিক ইইউতে থাকার পক্ষে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।