জগন্নাথপুর টাইমসরবিবার , ২৫ জুন ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের শাল্লায় চাল চুরি, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক আটক

Jagannathpur Times BD
জুন ২৫, ২০২৩ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভিজিএফের চাল চুরির অপরাধে আব্দুর রাজ্জাক নামে এক ইউপি সদস্য আটক করা হয়েছে।

শনিবার রাত ২টায় ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা চালসহ আটক করেন ট্যাগ অফিসার কালিপদ দাস। এ প্রতেবেদনটি লিখা পূর্ব মুহূর্তে ইউপি সদস্য  শাল্লা থানা পুলিশ হেফাজতে আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু করা হয়েছে। চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাড়ে সাতবস্তা চাল চুরি করে নিজ বাড়িতে রেখেছেন।

পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে অবগত করে। পরে তাকে আটক করে শাল্লা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পরেই তাকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হবে।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।