জগন্নাথপুর টাইমসসোমবার , ২৬ জুন ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা- পরিকল্পনামন্ত্রী

Jagannathpur Times BD
জুন ২৬, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :

মূল্যস্ফীতির যন্ত্রণা কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনার ঘোষণার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শুদ্ধাচার শব্দই একসময় পরিচিত ছিল না। সরকার শুদ্ধাচার পুরস্কার হিসেবে কিছু অর্থ দিচ্ছে, ক্রেস্ট দিচ্ছে, এটা কিন্তু ভালো। এই যে আমাদের সরকার প্রধান মূল বেতনের শতকরা পাঁচ শতাংশ প্রণোদনা   দিলেন, মূল্যস্ফীতিজনিত যন্ত্রণা কমানোর জন্যই এটা দিলেন।’

সোমবার (২৬ জুন ২০২৩) ঢাকার  শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান ২০২৩ এর এই অনুষ্ঠান নির্বাচিতদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বেতন বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সবার খোঁজ রাখেন। তবে ১০ শতাংশ দিলে আরও মঙ্গল হতো। কারণ, মূল্যস্ফীতি ১০ পার্সেন্টের কাছাকাছি। কিন্তু তারও (প্রধানমন্ত্রী) তো হিসাব করতে হয়। তিনি সবকিছু মনে করে এটা দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। টাকার জন্য নয়, প্রধানমন্ত্রীকে সবাই ধন্যবাদ জানাই ওনার দৃষ্টিভঙ্গি ও সচেতনতার জন্য। তিনি আমাদের দলনেতা, দলের প্রধান, সরকারপ্রধান, তার নেতৃত্বে আমরা কাজ করছি। তার নেতৃত্বে কাজ করে আমরা দেশকে এগিয়ে নিচ্ছি। আমরা দেশের জন্য অবদান রাখছি।’

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।