জগন্নাথপুর টাইমসরবিবার , ২৬ মার্চ ২০২৩, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কবি অজয় দাশ “র প্রথম কাব্যগ্রন্থ “বিবিয়ানা নদীর তীরে” পাঠ প্রতিক্রিয়া —শ্রী চারু সামন্ত

Jagannathpur Times BD
মার্চ ২৬, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কবি অজয় দাশ “র প্রথম কাব্যগ্রন্থ “বিবিয়ানা নদীর তীরে” পাঠ প্রতিক্রিয়া

—শ্রী চারু সামন্ত বাবু

::

কবি অধ্যাপক অজয় কুমার দাশ মহালদার মহোদয়ের প্রথম কাবযগ্রন্থ “বিবিয়ানা নদীর তীরে” একটি অসাধারণ ও মূল্যবান বই।

“আমি অতীব আনন্দিত যে, কবি অধ্যাপক অজয় কুমার দাশ মহালদার মহোদয়ের হাত থেকে তাঁর লেখা কবিতার গ্রন্থ বিবিয়ানা নদীর তীরে বইটি গ্রহণ করেছি।

কবি মহালদার মহোদয় বিবিয়ানা নদীর তীরে হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলায় জগন্নাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর শৈশব ও কৈশোর কাটে নিজ গ্রামে বিবিয়ানা নদী তীরে।
তাঁর এ কবিতা গ্রন্থটি পাঠ করলে দেখা যায়, শৈশবের অমূল্য স্মৃতি, নির্মল প্রকৃতি, গ্রামীণ জীবনের জয়গাঁথা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, মমত্ববোধ, বন্ধুত্ব, উদার মানসিক, স্বাধীন চিন্তা-চেতনা, সাংস্কৃতিক মেলবন্ধন ও হাওর-নদী-খালের প্রাকৃতিক পরিবেশের কথা বারবার উঠে এসেছে।

উঠে এসেছে গ্রাম-বাংলার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কথা।

কবিতা গ্রন্থটিতে কবি মুক্তিযুদ্বের কথা, মুক্তিযোদ্ধাদের কথা, বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তাঁর কবিতায় রূপদান করেছেন।

বিশেষ করে কবি তাঁর কবিতায় যে বিষয়টির উপর অধিক গুরুত্ব দিয়েছেন, তা হলো মা-মাটি ও মানুষ।

কবি তাঁর কবিতায় স্মৃতি রোমন্থন করেছেন পরতে পরতে। কবিতায় শব্দ চয়নে, ভাব প্রকাশে অতীব নৈপূন্যতা প্রকাশিত হয়েছে।

তাঁর লেখায় গভীর অন্তরদৃষ্টি, মননশীলতা ও প্রজ্ঞায় সৃষ্টিশীলতা পরিচ্ছন্ন ভাবে পরিস্ফুটিত হয়েছে।

সর্বোপরি কবিতাগ্রন্থটি একটি অনবদ্য ও অসাধারণ হয়েছে, যা কবিকে বারংবার সাধুবাদ ও অভিনন্দন জ্ঞাপনেও কম সম্মানিত করা হবে।
পরিশেষে, কবি সস্ত্রীক পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন, হাসি আনন্দে দিনাতিপাত করুন, এটাই কাম্য।

কবি অজয় দাশ “র প্রথম কাব্যগ্রন্থ “বিবিয়ানা নদীর তীরে” পাঠক প্রিয়তা কামনা করছি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।