জগন্নাথপুর টাইমসসোমবার , ২৬ জুন ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাময়িক বরখাস্ত

Jagannathpur Times BD
জুন ২৬, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের আলোচিত সেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রিপন কুমার মোদককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কর্তব্যে অবহেলা, অদক্ষতা, অপেশাদারত্ব এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

 

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, অদক্ষতা, অপেশাদারত্ব এবং অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বিএসআর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

উল্লেখ্য  চলতি বছরের ২৫ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা গ্রামে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মো. মোকসেদ আলী ও তার কয়েকজন প্রতিবেশীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের দরজা বেশ কয়েকবার সজোরে ধাক্কা দেন। ভেতর থেকে পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বিশেষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দেন। পরিচয় দিলে দরজার খুলতেই তারা ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন। ওই ঘটনায় পরে এক ভুক্তভোগী বাদী হয়ে চলতি বছর ১৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনার কারণেই অতিরিক্ত এসপি রিপন কুমার মোদককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।