অনলাইন ডেস্কঃ :
সারা ফ্রান্সে দাঙ্গা। তিন রাত ধরে তা চলার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আরও পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার পুলিশ ১৭ বছর বয়সী আলজেরীয় বংশোদ্ভূত নাহেল এম নামের একটি বালককে গুলি করে হত্যা করে। প্যারিসের উপশহরে ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করে সে গাড়ি চালাচ্ছিল। তাকে থামার সঙ্কেত দেয় পুলিশ। সেই নির্দেশও অমান্য করে। ফলে পুলিশ গুলি করে। এতে মারা যায় নাহেল। এর প্রতিবাদে ফ্রান্সজুড়ে দাঙ্গা দেখা দেয়। কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার রাতে এ জন্য কমপক্ষে ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রন জনঅসন্তোষের মধ্যে ছেলেমেয়েদের ঘরের বাইরে যাওয়ার অনুমতি না দিতে পিতামাতাদের অনুরোধ করেছেন।
দাঙ্গায় প্যারিসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকলেও বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়েছে। গাড়িতে আগুন দেয়া হয়েছে। মার্সেইলিতে জনবিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। নাহেলকে গুলি করে হত্যা করা পুলিশ অফিসার তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। স্বেচ্ছায় হত্যাকান্ডের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তার আইনজীবী বলেছেন, কৃতকর্মের জন্য তিনি ভেঙে পড়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে এবং শনিবার স্টেডি ডি ফ্রান্সে গায়ক-গীতিকার মাইলিন ফার্মারের কনসার্ট বাতিল করা হয়েছে। ফ্রান্সে এই গায়কের ব্যাপক জনপ্রিয়তা। তার কনসার্টে বিপুল পরিমাণ দর্শকের আগমন ঘটে। ফলে যে ভেনুতে তার কনসার্টের আয়োজন করা হয়েছে, তা ফ্রান্সের মধ্যে সর্ববৃহৎ। সেখানে কমপক্ষে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতা আছে। ফলে এত মানুষের সমাগম ঘটিয়ে আয়োজকরা ঝুঁকি নিতে চান না।
দাঙ্গার ফলে ফ্রান্সে সব রকম আতশবাজি বা ফায়ারওয়ার্কস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডামানিন বলেন, ফায়ারওয়ার্ক, পেট্রোল ক্যান, দাহ্য বস্তু, রাসায়নিক উপাদান বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি- সংগ্রহ