জগন্নাথপুর টাইমসশনিবার , ১ জুলাই ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মুশফিক জিম অ্যাফ্রো টি-টেন লীগে খেলবেন

Jagannathpur Times BD
জুলাই ১, ২০২৩ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা  :

২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে থেকে অবসর নেন মুশফিকুর রহিম। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার জিম্বাবুয়েতে হতে যাওয়া জিম অ্যাফ্রো টি-টেন লীগে দল পেলেন মুশফিক।

আগামী ২০ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে জিম অ্যাফ্রো টি-টেন।  এবারই টুর্নামেন্টটি প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে। ড্রাফটের আগেই মুশফিককে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফেলোস। যদিও এখনও  জোবার্গ বাফেলোস থেকে এখনো মুশফিককে নিয়ে  আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।

তবে জিম অ্যাফ্রো টি-টেনের আয়োজক জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ওয়েবসাইটে ড্রাফট-পূর্ব চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নামের তালিকায় মুশফিকের নাম আছে।

ড্রাফটের আগেই সর্বোচ্চ ৪ জন বিদেশি চুক্তিবদ্ধ করানোর সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। মুশফিকের পাশাপাশি দলে ভিড়িয়েছে ভারতের ইউসুফ পাঠান, আফগানিস্তানের নুর আহমেদ ও ইংল্যান্ডের টম ব্যান্টনকে জোবার্গ বাফেলোস।

টি–টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় ৫টি দল নিয়ে আয়োজিত হচ্ছে জিম অ্যাফ্রো টি-টেন । যেখানে জোবার্গ বাফেলোস, হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, বুলাওয়ে ব্রেভস ও কেপটাউন স্যাম্প আর্মি নামে অংশ নেবে দলগুলো। সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে।জিম অ্যাফ্রো টি-টেন লিগ হতে যাচ্ছে বাংলাদেশের বাইরে মুশফিকের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে পাকিস্তানের পিএসএল, শ্রীলঙ্কার এসপিএল এবং আফগানিস্তানের এপিএলে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মুশফিক। আফগানদের বিপক্ষে সিরিজ শেষ হবে ১৬ জুলাই।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।