জগন্নাথপুর টাইমসশনিবার , ১ জুলাই ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপনে সভা

Jagannathpur Times BD
জুলাই ১, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ :

সিলেটের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির সভা লন্ডনে অনুষ্ঠিত হয়।

সম্প্রতি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন সহ অনুষ্ঠান আয়োজন বিষয়ে যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়।

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ খান টেনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল বাছির এর পরিচালনায় মতবিনিময় সভায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্‌যাপন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন যুগ্ম-আহ্বায়ক দেওয়ান নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেলওয়ার আহমদ শাহান এবং যুগ্ম-আহ্বায়ক আনোয়ার শাহজাহান।

উল্লেখ্য, গত ২১ জুন ব্রিকলেন ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে এক সভায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্‌যাপন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, মামুনুর রশীদ খান টেনু, আবুল হাসনাত নাইছ, সেলিম উদ্দিন চাকলাদার, দেওয়ান নজরুল ইসলাম, দেলওয়ার আহমদ শাহান, ইয়ামীম রুহুল হোসেন দিদার, আব্দুল বাছির, আনোয়ার শাহজাহান, মোহাম্মদ শামীম আহমদ, এতোয়ার হোসেন মুজিব, রহিম উদ্দিন মুক্তা, মো: নুরুল ইসলাম, কাওছার হোসেন জগলু এবং ময়নুল ইসলাম প্রমুখ।  সভায় ৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হলেন, আহ্বায়ক মামুনুর রশীদ খান টেনু, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান নজরুল ইসলাম, দেলওয়ার আহমদ শাহান ও আনোয়ার শাহজাহান, সদস্য সচিব আব্দুল বাছির।

গত ২৯ জুন বৃহস্পতিবার উদ্‌যাপন কমিটির প্রথম সভায় আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে একটি ম্যাগাজিন প্রকাশেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামীতে ঢাকাদক্ষিণ এলাকার মুরব্বীদের নিয়ে একটি পরামর্শ সভা, উপদেষ্টা কমিটি গঠন, বামিংহাম, লুটন সহ বিভিন্ন শহরে শিক্ষার্থীদের নিয়ে পরামর্শ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন, মামুনুর রশীদ খান টেনু, দেওয়ান নজরুল ইসলাম, আব্দুল লতিফ নিজাম, ইকবাল আহমদ চৌধুরী, দেলওয়ার আহমদ শাহান, আব্দুল বাছির, আনোয়ার শাহজাহান, মোহাম্মদ আব্দুল মতিন, সোহেল আহমদ চৌধুরী, মো নুরুল ইসলাম, রায়হান উদ্দিন, সেলিম আহমদ, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মকসুদ আহমদ শাহজান, ইসলাম উদ্দিন আহমদ, রেদওয়ান হোসেন রেজা, নজমুল ইসলাম, খালেদ আহমদ, তাজ উদ্দিন, মাহবুবুল হক মুফতি, লিকন আহমদ, জাবের আহমদ খান, রেজওয়ান হোসেন শিপলু, আকরাম হোসেন দারা, জাবেদ আহমদ, নাছিম ইবনে শফিক,  ইমরুল হোসেন প্রমুখ।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।