জগন্নাথপুর টাইমসরবিবার , ২ জুলাই ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে ‘টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন

Jagannathpur Times BD
জুলাই ২, ২০২৩ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল ‘টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন ঘোষণা করেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাকির হোসাইনের সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমেদ রানার সঞ্চালনায় সেতুবালের কখোইস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মো. আলমগীর হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মো. শোয়েব মিয়া ও পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসাইন।

দুই গ্রুপে ৬টি করে মোট ১২টি দল গ্রুপপর্যায়ে খেলবে। প্রতিটি খেলা ১৬ ওভার করে খেলা হবে। উদ্বোধনী দিনে দুই গ্রুপের ১টি করে খেলা অনুষ্ঠিত হবে। বারেইরো একাদশ বনাম লিজেন্ডস অব পর্তুগাল ও মার্তিম মুনিজ ওয়ারিয়র্স বনাম ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- মার্তিম মুনিজ ওয়ারিয়র্স৷ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব, লিসবন সিক্সার্স, ইয়াং টাইগার্স পর্তুগাল, লিজেন্ডস অব পর্তুগাল, বারেইরো একাদশ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, অল স্টার লিসবন, আলামেডা বয়েজ, ক্রিক রেঞ্জার্স, এনআর ইলেভেন ফাইটার্স, শাইনিং কুমিল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, আহসান উল্লাহ সরকার, জহির উদ্দিন, জাবেদ মাহমুদ, কাওছার আহমদসহ অন্যান্য। গণমাধ্যামকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রনি মোহাম্মদ, মো. রাসেল আহমেদ, প্রিন্স আহমেদ, সমীর দেবনাথ ও মামুন মাহথির।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক তানভীর আলম জনি, মতিন চৌধুরী লাভলু, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান হোসাইন, সাব্বির আহমেদ, জাহিদ হাসান নাজমুল ইসলাম।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।