জগন্নাথপুর টাইমসরবিবার , ২ জুলাই ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে খাগাউড়া ফুটবল একাডেমিকে হারিয়ে সবুজ বাংলা চ্যাম্পিয়ন

Jagannathpur Times BD
জুলাই ২, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদকঃ

জগন্নাথপুরে রৌয়াইল ফুটবল টুর্নামেন্টে খাগাউড়া ফুটবল একাডেমিকে হারিয়ে সবুজ বাংলা চ্যাম্পিয়ন হয়েছে ।

জগন্নাথপুর উপজেলার রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে  রৌয়াইল গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।

শনিবার (১ জুলাই ২০২৩) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব, রৌয়াইল ২- ১ গোলে খাগাউড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও স্থানীয় ক্রীড়া সংগঠক মাহবুব হোসেন মিটু ও আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল আজিজ ময়না মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব শাহজাহান সিরাজী ও শাহাদুল হক।

অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান ইলিয়াস, আমিরুল হক নানু, আমিরুল হক বাবলু, তোফায়েল আহমদ ও ইটালী প্রবাসী দেবাশীষ কুমার দাশ ও মাইদুর রহমান রাজনের সৌজন্যে চ্যাম্পিয়ন দলের কাছে প্রথম পুরস্কার মোটর সাইকেল হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

স্থানীয় ক্রীড়ানুরাগী মনজুরুল ইসলামের সৌজন্যে রানার্সআপ দল খাগাউড়া ফুটবল একাডেমির কর্মকর্তাদের হাতে দ্বিতীয় পুরস্কার একটি ফ্রীজ তুলে দেন গ্রামের মুরব্বীয়ান ও অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ, সেরা গোল রক্ষক, সেরা খেলোয়ার ও সেরা দর্শক ক্যাটাগড়িতেও পুরস্কার প্রদান করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।