নিউজ ডেস্কঃমার্কিন নীতিতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসবাদ বিবেচনায় নিন -১৭ বাংলাদেশি-আমেরিকান নাগরিকের আহ্বান ।
বাংলাদেশে বিএনপি-জামায়াত জোট এবং তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় অন্যান্য সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে সংঘটিত ব্যাপক সন্ত্রাসবাদের বিষয়টিকে মার্কিন নীতিতে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠনের বাংলাদেশি-আমেরিকান নেতারা। তাঁরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বাংলাদেশের বিষয়ে সে দেশের নীতি সম্পর্কে সম্প্রতি দেওয়া এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তাঁরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলকে জোরালোভাবে সমর্থন করেন। তাঁরা বলেন, ‘বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে আমরা আপনার প্রশাসনের উদ্বেগের প্রশংসা করলেও মার্কিন নীতিতে অবশ্যই বাংলাদেশে ব্যাপক সন্ত্রাসবাদের ঘটনা বিবেচনা করতে হবে, যা সরাসরি বিএনপি-জামায়াত জোট এবং জোটের পৃষ্ঠপোষকতায় অন্যান্য সন্ত্রাসী সংগঠন দ্বারা সংঘটিত হয়েছে।
তাঁরা বলেন, ‘মুসলিম দেশ ও অঞ্চলের ঐতিহাসিক ও সামাজিক-রাজনৈতিক মাত্রা বিবেচনা না করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মার্কিন পররাষ্ট্রনীতির বারবার ব্যর্থতার বিষয়ে আমরা উদ্বিগ্ন। আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লিবিয়া আমেরিকার পররাষ্ট্রনীতির ব্যর্থতার উজ্জ্বল উদাহরণ। আমরা বাংলাদেশে তা চাই না। অনুগ্রহ করে আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের সঙ্গে শেয়ার করার অনুমতি দিন।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তা কাউন্সিলম্যান নুরুন নবী, এন জে মেয়র মাহাবুবুল আলম তৈয়ূব, রাজ্য প্রতিনিধি আবুল খান, কাউন্সিলম্যান আবু আহমেদ মুসা ও কাউন্সিলম্যান নুরুল হাসান, সম্প্রীতি ফোরামের অধ্যাপক এ বি এম নাসির, ইউএসএ বঙ্গবন্ধু পরিষদের প্রকৌশলী রানা হাসান মাহমুদ ও প্রকৌশলী স্বীকৃতি বড়ুয়া, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ও ইউএসএ ইনকরপোরেটেড গোলাম মোস্তফা খান মিরাজ, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের নজরুল আলম, যুক্তরাষ্ট্র ঘাতক দালাল নির্মূল কমিটির ফাহিম রেজা নূর, মিশিগান বঙ্গবন্ধু পরিষদের ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, ইউএসএ কমিটি ফর ডেমোক্রেটিক অ্যান্ড সেক্যুলার বাংলাদেশের জাকারিয়া চৌধুরী, জর্জিয়া বঙ্গবন্ধু পরিষদের মাহাবুবুর রহমান ভূঁইয়া, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের খুরশীদ আনোয়ার বাবলু, গ্রেটার ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু পরিষদের দস্তগীর জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের আব্দুল বাতেন, ম্যাসাচুসেটস বঙ্গবন্ধু পরিষদের সফেদা বসু, গণতান্ত্রিক নেতা মোরশেদ আলম, পেনসিলভানিয়া বঙ্গবন্ধু পরিষদের আবু তাহের বীরপ্রতীক, একাডেমিক গ্রুপের প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, প্রফেসর মিজান আর মিয়া, প্রফেসর জামিল তালুকদার, প্রফেসর শাহাদাত হোসেন এবং দক্ষিণ নিউ জার্সি বঙ্গবন্ধু পরিষদের নূরন্নবী চৌধুরী। সূত্র: বাসস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।