নিউজ ডেস্কঃ
বাংলাদেশে ৩০ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশের চিন্তাভাবনা চলছে।
এ লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো খাতা মূল্যায়ন এবং ফল প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। তবে এখন পর্যন্ত ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার বলেন, সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। ফলপ্রকাশের লক্ষ্যে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যে সার-সংক্ষেপ পাঠানো হয়, সে ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ডও কোনো প্রস্তাব পাঠায়নি।
২৯ ও ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনো ১ দিনের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হতে পারে। তবে বোর্ডগুলো ২৭ জুলাই ফলপ্রকাশের চিন্তাও করছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।