জগন্নাথপুর টাইমসসোমবার , ১০ জুলাই ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব লন্ডনে বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী সংবর্ধিত

Jagannathpur Times BD
জুলাই ১০, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

 

সিলেটের কৃতি সন্তান, অস্ট্রেলিয়া প্রবাসী, বিশিষ্ট জিন বিজ্ঞানী ও লেখক ডঃ আবেদ চৌধুরীরকে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে পূর্ব লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি পূর্ব লন্ডনে ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাপোস্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মোঃ মফিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিবীদ ও কমিউনিটি নেতা মাহিদুর রহমান, অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞান গবেষক ডাঃ ওলিউল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত, লেখক শরীফুজ্জমান চৌধুরী তপন, লেখক ডঃ এম এ আজিজ, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, মুফতি সৈয়দ মাহমুদ আলী, কমিউনিটি নেতা মইনুল খান, একে জিল্লুল হক, সৈয়দ আতিকুল হোসেন, ব্রিটিশ বাংলাদেশী টিচারস এসোসিয়েশনের ট্রেজারার অধ্যাপক মিসবাহ উদ্দিন কামাল , বেলালুর রহমান চৌধুরী ইরাক, জয়নাল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা জিন গবেষণার মাধ্যমে পঞ্চব্রীহী ধান উৎপাদন ও জলবায়ু পরিবর্তনে অবদান রাখায় জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরীরকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে আরো গবেষণার কাজ চালিয়ে যাওয়া ও দেশে ফিরে গিয়ে আরো কাজ করার জন্য তাকে অনুরোধ করেন।

এছাড়া নিজ গ্রাম কুলাউড়া উপজেলার কানিহাটিতে ঢেঁকি ছাঁটা চালের নবতর সংযোজন ও কৃষি গবেষণার সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধিত অতিথি ডঃ আবেদ চৌধুরী বলেন, তিনি বৃটেনে ধান উৎপাদনের জন্য গবেষণা কার্যক্রম চালাচ্ছেন ও গণ মানুষের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

আগামী ১০ অক্টোবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি তাঁর গবেষণা কার্যক্রম তুলে ধরবেন।

এ অনুষ্ঠানে আগ্রহী ব্যক্তিদের অংশ গ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীকে অশেষ ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলা পোস্ট পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেখ মোঃ মফিজুর রহমান ও মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে ডঃ আবেদ চৌধুরীকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কে এম আবু তাহের চৌধুরী, ফয়সল আহমদ আখন্দ, আব্দুল মুকিত ও জয়নাল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।