জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১১ জুলাই ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত ফয়সল চৌধুরীকে লন্ডনে সম্বর্ধনা

Jagannathpur Times BD
জুলাই ১১, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আনসার আহমেদ উল্লাহ  :

স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত ফয়সল চৌধুরীকে লন্ডনে সম্বর্ধনা ।

 গত ১০ জুলাই পূর্ব লন্ডনের ঐতিহাসিক কিংসলি হলে টাওয়ার হ্যামলেটস্ বি এম ইর উদ্যোগে স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মত নির্বাচিত বাঙালি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী এম এস পি’র সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।

টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাসের সভাপতিত্বে এবং ড. আনিছুর রহমান আনিছ ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে আমন্ত্রিত অথিতিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ। সভায় সম্বর্ধিত অথিতি ফয়সল চৌধুরী এম এস পি, বিশেষ অতিথি লন্ডন এসেম্বলী মেম্বার উমেস দেসাই, কেমডেনের মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমানকে ফুল দিয়ে বরণ করেন আয়োজকবৃন্দ এবং লন্ডনের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর ও কমিউনিটি নেতৃবৃন্দ।

সভাপতি হেলাল আব্বাসের সুচনা বক্তব্যের পর বিভিন্ন কাউন্সিল থেকে আগত কাউন্সিলর, সাবেক স্পিকার এবং মেয়র, সাবেক কাউন্সিলরসহ কমিউনিটি নেতৃবৃন্দ সম্বর্ধিত অতিথি ফয়সল চৌধুরী এমএসপিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য টাওয়ার হেমলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাবেক মেয়র দরস উল্লাহ, আয়েশা কুরেশি এম বি ই, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এম বি ই, কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, ক্রয়ডন কাউন্সিলর মোঃ ইসলাম, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর শুভ হুসেইন, ক্রিস উইরাল, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, এন এইচ এস ম্যানেজার খসরুজ্জামান, মনির হুসেইন, আব্দুল আহাদ চৌধুরী, শেবুল খান প্রমুখ।

আয়োজকদের মধ্যে সাবেক কাউন্সিলর তারিক খান, নাজমা হুসেইন, সাহেদা রহমান, হামিদা ইদ্রিস, আনোয়ার মিয়া, আব্দুল রব রাজু, শেখ তানভির সিদ্দিক, সুয়েজ মিয়ার নেতৃত্বে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।

সংবর্ধনার জবাবে স্কটল্যান্ডের ছায়ামন্ত্রী, ফয়সল চৌধুরী এমএসপি বলেন, এখানে এসে আমি আমার বাড়িতে এসেছি বলে অনুভূত হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে মোট ৪ জন বাংলাদেশি এমপি রয়েছেন আর স্কটল্যান্ডে আমি প্রথমবারের মত এমএসপি নির্বাচিত হয়েছি। এটা অবশ্যই গর্বের বিষয়। ভবিষ্যতে আমাদের প্রতিনিধিত্ব আরও বাড়াতে হলে নতুন প্রজন্মকে আরও বেশি করে উৎসাহ প্রদান করতে হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।