নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর ৩মাস ব্যাপী অসহায় দুস্থ্য ও গরীব মহিলাদের ফ্রি ট্রেইলারিং প্রশিক্ষণ কর্মসূচী সার্টিফিকেট ও সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩মার্চ) উপজেলা সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের আটঘর গ্রামের জগন্নাথপুর ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের আয়োজনে সকাল ১১টায় প্রবাসী ছুরুক মিয়া বাড়িতে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাবেক চেয়ারম্যান প্রবাসী ফজলু মিয়ার সভাপতিত্বে ও রইছ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমসু মিয়া, সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসু উদ্দিন কামালী, প্রবাসী মিলন মিয়া, প্রবাসী রফু মিয়া কামালী, এলাকার মুরুব্বি ছানু মিয়া, আবুল কালাম, আলকাছ মিয়া প্রমুখ।
আরো বক্তব্য রাখেন প্রশিক্ষক সৌরব বিশ্বাস, প্রশিক্ষার্থী আয়সা বেগম, সোমাইয়া বেগম, মনিকা রানী, বিশ্বাস, দ্বিপ্তী রানী বিশ্বাস,ইত্তেফাক খান প্রমুখ। ১৫জন প্রশিক্ষর্থীদের মধ্যে সাটিফিকেট ও সেলাই মেশিন বিতরণ করেন। উল্লেখ যে জগন্নাথপুর ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের পক্ষে উপজেলার চারটি ইউনিয়নে অসহায় মহিলাদের ফ্রি টেইলারিং প্রশিক্ষণ ও সাটিফিকেট সেলাই মেশিন বিতরণ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।