নতুন এক গবেষণা থেকে জানা যায়, ডিম্বাশয়ের ক্যান্সারের মারাত্মক ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে হিসাবরক্ষক, বিউটিশিয়ান এবং হেয়ারড্রেসার পেশায় নিয়োজিত নারীরা। এছাড়া যেসব নারী পোশাক ও নির্মাণশিল্পে কাজ করছেন তাদের মাঝেও এ ক্যান্সার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।
কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা এ গবেষণা চালিয়েছেন। তারা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত ৪৯১ জন নারীর তথ্যের সাথে সুস্থ ৮৯৭ জন নারীর তথ্য তুলনা করেছেন। হেয়ারড্রেসিং, বিপণন, কাপড় সেলাইয়ের কাজে কসমেটিক ট্যাল্ক, অ্যামোনিয়া, হাইড্রোজেন পারক্সাইড, সিন্থেটিক ফাইবার, পলিস্টার ফাইবার, জৈব রং, রঙ্গক এবং ব্লিচ-সহ বেশ কয়েকটি বিষাক্ত উপাদানের নমুনা পেয়েছেন তারা।
গবেষকদের মাঝে একজন ওপেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যানের সাবেক অধ্যাপক কেভিন ম্যাককনয়ে বলেছেন, তাদের এই গবেষণাটি ছিল অনুসন্ধানমূলক এবং এটি নতুন অনুমান তৈরি করার লক্ষ্যে প্রভাব রাখবে। ছবি: আলামি/পিএ / সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট