নিউজ ডেস্ক : পর্যটন শহর বার্সেলোনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা ২০২৩’। আশির দশক থেকে বাংলাদেশিদের বসবাস শুরু হওয়া স্পেনের এই শহরে বর্তমানে বসবাস করে প্রায় ১৮ হাজার বাংলাদেশি। তাদের প্রাণের উৎসব হিসেবে খ্যাত এই বাংলার মেলায় প্রতি বছর বিপুলসংখ্যক বাংলাদেশি ও বিদেশিরা অংশগ্রহণ করেন।
শনিবার (১৫ জুলাই) শহরের প্রাণকেন্দ্রে প্লাসা মাকবায় এ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। মেলায় গান পরিবেশনের জন্য আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, প্রিয়াঙ্কা বিশ্বাস ও পুলক অধিকারী।
কাতালোনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরসহ যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশ থেকে বাংলাদেশি শিল্পীরা মেলায় উপস্থিত হন। এদিন দেশীয় ঐতিহ্যময় শাড়ি, চুড়ি, শেরওয়ানি, পাঞ্জাবিসহ বিভিন্ন বাংলাদেশি পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হন নারী, পুরুষ ও শিশুরা। তাদের উৎসাহ, আনন্দ ও বাংলা গানের সুরের মূর্ছনায় মেলাপ্রাঙ্গণ হয়ে ওঠে এক চিলতে বাংলাদেশ।