জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম গালা নাইট অনুষ্ঠিত

Jagannathpur Times BD
জুলাই ১৮, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :

সিডনির অর্টিমো হাউজ ডেনহাম কোর্টে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফেডারেল ও নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী, সিনেটার, ফেডারেল এমপি, বিরোধী দলীয় নেতা, স্টেট এমপি, এমএলসি, মেয়র ও কাউন্সিলরসহ মূলধারার ২১ জন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করেন এলিয়ানা ডি কুথো এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন শ্যামা রেইন।

মূলধারার রেডিও প্রেজেন্টার জুলিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একত্রিত করে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসার সুযোগ অন্বেষণের বিষয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এড হিউসিক এমপি, ফেডারেল মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল এন্ড সাইন্স, এনি সটানলি, এমপি, ও সরকার দলীয় হুইপ, ডা. মাইক ফ্রি ল্যান্ডার এমপি, চেয়ারম্যান ফেডারেল হেলথ কমিটি, সাখাওয়াত হোসেন, কনসুলেট জেনারেল, বাংলাদেশ কনসুলেট সিডনি, আনুলাক চাঙটিভং এমপি, স্টেট ট্রেড মিনিস্টার, এন্ডূ ব্রাগগ সিনেটর, মারিয়া কোভাকিক সিনেটর, মার্ক স্পিকম্যান এমপি, বিরোধী দলীয় নেতা, মার্ক কুরে এমপি, ছায়া মন্ত্রী ট্রেড ও ম্যালটি কালচার, গ্রেগ ওয়ারেন এমপি, কারিশমা কালাইয়ানডা এমপি, স্কট ফারলোও এমএলসি, আয়্যাসলি ক্যাগনি মেয়র ক্যামডেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আবদুল রতন খান ও সাধারণ সম্পাদক ব্রায়ান লাল। আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ডা. আইয়াজ চৌধুরী ও সোহেল খান।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে ছিল ক্যাম্বার ল্যান্ড, ইন্ডিয়ান, তামিল, চাইনিজ, কোরিয়ান, টার্কিশ চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদল। স্থানীয় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন ডারসি লাউন্দ, ক্যরান হান্ট, মোহাম্মদ ইব্রাহীম খলিল মাসুদ, সাজেদা আখতার, জর্জ জাকিয়া, ঊষা ধর্মারাজু, রিনা জেঠী প্রমুখ।

গালা নাইটে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৩৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদকে সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। গালা ডিনার নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সরোদ পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।