জগন্নাথপুর টাইমসশনিবার , ২২ জুলাই ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

স্পেনের বার্সেলোনায় কুলাউড়া অ্যাসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

Jagannathpur Times BD
জুলাই ২২, ২০২৩ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাহাদুল সুহেদ, স্পেন:

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোক্তাদির মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বক্তারা বাঙালি কমিউনিটির ঐক্যবদ্ধ কর্মকাণ্ডে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের নানা ভূমিকার কথা তুলে ধরেন। এসময় অভিষিক্ত কমিটির নেতৃবৃন্দ স্পেনে বাঙালি কমিউনিটির তথা সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অ্যসোসিয়েশনের প্রচার সম্পাদক শাহরিয়ার আলমের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাওসার হাসান। এছাড়াও বক্তব্য দেন তুতিউর রহমান, আবু কাসেম স্বপন, রুহুল আমিন। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন হক, আব্দুল বাসিত, সাব্বির আহমদ দুলাল, শাহ আলম স্বাধীন, লুৎফুর রহমান সুমন, শফিক খান, শফিউল আলম শফি, মুকিত খান,  গিয়াস উদ্দিন, বিলাল আহমদ ফারুক, ইকবাল বকশি, মোহামেদ কামরুল,  আফতাব নজরুল ইসলাম, ওয়াহিদুর রহমান শিপলু,  ফয়সল আহমদ, নজমুল ইসলাম,  আক্কাস মিয়া, রেদওয়ান হোসেন, আব্দুল আলিম, আব্দুল জব্বার খসরু, হানিফ শরিফ, ওয়াজিজুর রহমান মুজিব, হামিদ উদ্দিন প্রমূখ।

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সদ্য সাবেক সভাপতি শিপলু আহমদ নিয়াজী প্রমূখ।

এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলোন স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল ওয়াহিদ, সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক আফাজ জনি, সদস্য সালাহ উদ্দিন ও ছাদিয়ান আহমদ ছাদি।

সংগঠনের উপদেষ্টা আব্দুল কাদির কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা এবং সদস্যদের পরিচয় করিয়ে দেন।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি, সিনিয়র সহ-সভাপতি তুতিউর রহমান, সহ-সভাপতি আবু কাসেম স্বপন, আতাউর রহমান, কাওসার হাসান, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর লিটু, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, মিঠু আহমেদ, জাহেদুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, সহ-কোষাধক্ষ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজা, চিনু মিয়া, প্রচার সম্পাদক শাহরিয়ার আলম, সহ প্রচার সম্পাদক সেলিম আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরাফাত হোসেন রুমান, ধর্ম বিষয়ক সম্পাদক  আছাবুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া সম্পাদক ইছাক আলী, সহ-ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফারিহা আক্তার মিম, কার্যনির্বাহী সদস্য শিপলু আহমদ নিয়াজী, সাহাদুল সুহেদ, আফাজ জনি, আব্দুল কুদ্দুছ।  উপদেষ্টাবৃন্দ হলেন  নজরুল ইসলাম, আবুল কালাম, আব্দুল কাদির, আবুল কালাম আজাদ ও আব্দুল আহাদ।  সাধারণ সদস্যরা হলেন মুজিবুর রহমান, শামীম আহমদ টিটু, আব্দুল মান্নান, আশরাফ আহমদ ও রেজাউল করিম। নৈশভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।