শিক্ষা প্রতিবেদকঃ
বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনেইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেবে। ‘ব্রুনেই দারুস সালাম গভর্নমেন্ট স্কলারশিপ’–এর আওতায় এ স্কলারশিপ দেওয়া হবে। শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।