জগন্নাথপুর টাইমসশনিবার , ২৯ জুলাই ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঝাঁকজমকপূর্নভাবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

Jagannathpur Times BD
জুলাই ২৯, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

ঝাঁকজমকপূর্নভাবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান কমিউনিটির বিশিষ্টজনের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই ২০২৩) পূর্ব লন্ডনের একটি হলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জগন্নাথপুর টাইমস এর এক্টিং এডিটর মুহাম্মদ সাজিদুর রহমান ও হ্যাপী শারমিনের পরিচালনায় ৪ জন গুণী সাংবাদিকের হাতে
ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২/২০২৩ তুলে দেওয়া হয়।

ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২/২৩ প্রাপ্তরা হলেন – ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, সত্যবাণীর বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমীন হাসান, চ্যানেল এস হেড অব নিউজ কামাল এইচ মেহেদী, ও প্রয়াত সাংবাদিক অজয় পাল।
একই অনুষ্ঠানে ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২১ পেয়েছেন এটিএন বাংলা ইউকে ম্যানচেষ্ঠার প্রতিনিধি আমিনুল হক ওয়েছে এবং ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২২ পেয়েছেন জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিভিউটিং রিপোর্টার, ব্রিটবাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মুহাম্মদ সালেহ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন বারা অব নিউহাম কাউন্সিলের চেয়ার ( স্পিকার) রহিমা রহমান, লন্ডন বারা অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোছনা ইসলাম, কেমডেন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা রহমান, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটে কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, লন্ডনন্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ( প্রেস ) আশিকুন নবী চৌধুরী ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান ।

উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – মুক্তিযোদ্বা আবু মুসা হাসান, ডক্টর রোয়াব উদ্দিন, এটিএন বাংলা ইউকের উপস্থাপিকা উর্মি মাজহার, চ্যানেল এস এর নিউজ পেজেন্টার, কমিউনিটি এক্টিভিস্ট ডা: জাকি রেজোয়ানা আনোয়ার, কাউন্সিলর শামস ইসলাম, জনমতের এসিসটেন্ট এডিটর মুসলেহ উদ্দিন আহমেদ, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি, বেতার বাংলার পেজেন্টার ডক্টর আনিসুর রহমান আনিছ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, এসিসটেন্ট সেক্রেটারী সাঈম চৌধুরী, ইসি মেম্বার, দ্যা এডিটরের সম্পাদক আহাদ চৌধুরী বাবু,
সাবেক স্পিকার আহবাব হোসেইন, কাউন্সিলর রেবেকা সুলতানা, প্রবীন সাংবাদিক হারুনুর রশীদ, রেইনবো ফিল্ম ফেস্টুবেলের মোস্তফা কামাল, কমিউনিটি এক্টিভিস্ট হোসনে আরা মতিন, স্বদেশ বিদেশ ডটকমের সম্পাদক বাতিরুল হক সরদার, রুমি হক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাহেদা আর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য , ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, জগন্নাথপুর টাইমস এর কন্টিভিউটিং রিপোর্টার, এসিসটেন্ট ট্রেজারার আশরাফুল হুদা, ২৬ শে টেলিভিশনের সিইও জামাল খান প্রমুখ।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন-
গ্রেট ব্রিটেনে বাংলা ভাষাভাষী সাংবাদিকদের, রিপোর্টারদের ঐক্যতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, পেশাগত জীবনে উন্নতি সাধনের মাধ্যমে এগিয়ে চলার অঙ্গীকারে —-ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পথ চলার পাশাপাশি গুণী সাংবাদিকদের ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করছে, এটি একটি ভাল উদ্যোগ।

তাছাড়া রিপোর্টারদের সামাজিক নিরাপত্তা, বাংলাদেশের সাংবাদিক পরিবারের কয়েকজন ছাত্র -ছাত্রীর শিক্ষাউন্নয়নে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।
বাংলাদেশের কোন দুর্যোগ ক্রান্তিলগ্নে সাধ্যমত জরুরী সহায়তা নিশ্চিত করে সহায়তার হাত বাড়াচ্ছে।

সমাজের প্রতি এ কমিউনিটির প্রতি সাংবাদিকদের সামাজিক দায়বদ্বতা ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কাজ করছে সত্যিই প্রশংসার দাবীদার।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি জার্নাল অব ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জুলাই /২০২৩ সংখ্যার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
পরে নৈশ্যভোজে উপস্থিত সকলের অংশগ্রহণের মাধ্যমে সরব এই ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২/২০২৩ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।