জগন্নাথপুর টাইমসবুধবার , ২ আগস্ট ২০২৩, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট চালু করা হয়েছে

Jagannathpur Times BD
আগস্ট ২, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

জমির হোসেন, ইতালি :

ইতালিতে বহুল আলোচিত ই-পাসপোর্ট চালু করা হয়েছে। ২৭ জুলাই রোমে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এতে প্রবাসীরা খুবই খুশি।

এ বিষয়ে দূতাবাস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং ইতালি প্রবাসী বাংলাদেশিদের অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস ইতালির রোমে ২৭ জুলাই বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।

এ সময় দূতাবাসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিন দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম ও সার্ভার সফলভাবে স্থাপন করে পরীক্ষামূলক এনরোলমেন্ট সম্পন্ন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন আবেদনকারীর মধ্যে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়।

ই-পাসপোর্ট সেবা চালু করার জন্য সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দূতাবাসকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।