জগন্নাথপুর টাইমসবুধবার , ২ আগস্ট ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সামার ডে ট্রিপ সম্পন্ন

Jagannathpur Times BD
আগস্ট ২, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের আয়োজনে সামার ডে ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ জুলাই রবিবার সকাল ১১টায় ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির প্রায় ১৪ জন সদস্য সমুদ্র সৈকত ক্লাকটন অন সীর উদ্দেশ্যে রওয়ানা হন।

শুরুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ অহিদ উদ্দিন সকলকে স্বাগত জানান।

এরপরে জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরী সবাইকে যাএার জন্যে মিনিবাসে উঠার অনুরোধ জানান। বেলা সাড়ে বারোটায় ক্লাকটন সমুদ্র সৈকতে পৌছালে সকল সদস্য আনন্দে আত্মহারা হয়ে নেমে ফটো সেশনে মিলিত হন। তারপর খুবই আনন্দঘন মুহুর্ত ছিলো ২ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলা।

প্রেসিডেন্ট অহিদ উদ্দিন বনাম ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন এনাম ২ দলে খেলায়,আফসর হোসেন এনাম দল ৩/১ গোলে জয়লাভ করেন।
এরপর সকলে জোহরের নামাজ জামাতে আদায় করেন। পরে মজাদার খাবার পরিবেশন করেন ট্রেজাজার এনামুল হক এনাম। খাবারের খুবই প্রশংসনীয়তা করা হয় এবং আসার পথে আরেকটি অংশ মজাদার চানাচুর তৈরি করে পরিবেশন করেন এনামুল হক। সকল সদস্য বেগম এনামের প্রশংসা করেন।

ভ্রমণে অংশগ্রহণ করেন ও যাবার বেলা সবাইকে কবিতা, গান কৌতুক ও ধাধা দিয়ে আনন্দে মাতিয়ে রাখেন সেক্রেটারি শাহিন চৌধুরী ও পাবলিসিটি সেক্রেটারি মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল, আফসর এনাম, এনামুল হক সসিয়েল ও ওয়েলফেয়ার সেক্রেটারি আবু তারেক চৌধুরী মামুনুর রশীদ, সহ অনেকে।

একে একে সকলে শুভেচ্ছা জানান জয়েন্ট ট্রেজারার গোলাম মোহাম্মদ রফিক, মেম্বারশিপ সেক্রেটারি জয়নুল চৌধুরী, এডুকেশন সেক্রেটারি শাহিন আহমেদ, ইসি মেম্বার রুহুল আমিন মোহাম্মদ, ইসি মেম্বার আবু সোহেল, ইসি মেম্বার মাহমুদুল হক, ইসি মেম্বার আশুক আহমদ মঞ্জু ইসি মেম্বার রেজাউল করিম রাজু বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিল্পপতি কাজি মামুনুর রশীদ।   সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।