জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Jagannathpur Times BD
আগস্ট ৩, ২০২৩ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

 

 

এস কে এম আশরাফুল হুদা :

 

 

লন্ডনে সফররত সীমান্তিক এর প্রতিষ্ঠাতা ও চিফ পেট্রন ডক্টর আহমদ আল কবির ও সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন সেকিল চৌধুরীর সঙ্গে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার ( ০২ আগস্ট ২০২৩) সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অ্যাসোসিয়েসনের সভাপতি কাউন্সিলার শেরোয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় মাওলানা জাকির আহমদের তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তরা জকিগঞ্জকে প্রথম স্বাধীন এলাকা ঘোষণার দাবী বাস্তবয়নে অগ্রণী ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান।

অতিথির বক্তব্যে আহমদ আল কবির বলেন, জকিগঞ্জ এর শিক্ষার উন্নয়নে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রথম স্বাধীনতার দাবী আদায়ে নিরলসভাবে কাজ করে যাব।

সেন্টার ফর এনআরবি এর চেয়ারপার্সন সেকিল চৌধুরী বলেন, জকিগঞ্জের নদী ভাঙ্গন, স্বাস্থ্য সেবা ও অবকাঠামোগত উন্নয়নে এক্যবদ্ধ কাজ করলে জকিগঞ্জ পিছিয়ে থাকবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের ট্রেজারার গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, উপদেষ্টা হেলাল খাঁন, বদরুল হক চৌধুরী, জামাল চৌধুরী, সহ সভাপতি আব্দুল হালিম, জয়েন্ট সেক্রেটারি ফজলে আহমদ চৌধুরী একলিম, গ্লোবাল জালালবাদ অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক নিজামুল হক নজমুল, সাংবাদিক এম এ জামান, জয়েন সেক্রেটারি আখতারুজ্জামান ও জয়নুল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জামাল খান, ওয়েলফেয়ার সম্পাদক মাওলানা মইনুল হক চৌধুরী, সহকারি ট্রেজারার মইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ আহমেদ কমিটি সিনিয়র মেম্বার কাজী আব্দুর রহমান, একে আজাদ তাপাদার লিটু। উপস্থিত ছিলেন ফরহাদ আহমেদ, মাওলানা নজরুল ইসলাম, মোহাম্মদ এহিয়া, বেলাল আহমেদ খান, জামিল আহমদ প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।