মুহাম্মদ সালেহ আহমেদ (অনলাইন ডেস্ক) :
‘বিশ্বকাপ’ আনন্দে মুখর মিরপুর। ট্রফি নিয়ে উল্লাসে মেতে উঠছেন ক্রিকেটাররা।
‘বিশ্বকাপ’ জয় হোক না হোক, স্বর্ণ মোড়ানো ১১ কেজির ট্রফিটি এখন আছে বাঘের ডেরাতেই। বাংলাদেশ সফরে থাকা বিশ্বকাপ ট্রফি আজ মঙ্গলবার (৮ অগাস্ট ২০২৩) অবস্থান করছে মিরপুরে। যেখানে ট্রফির সাথে ছবি তুলেছেন ক্রিকেটার, কোচ, স্টাফ ও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা।
বিশ্বকাপের আগে আইসিসির রুটিনমাফিক ট্রফি ভ্রমণের অংশ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার। গতকাল পদ্মা সেতুতে উন্মোচন ও আনুষ্ঠানিক ফটোসেশনের পর আজ দ্বিতীয় দিন শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছে ট্রফিটি।
তিন দিনের সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল বুধবার থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। যেখানে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। দর্শকরা খুব কাছে থেকে ট্রফি দেখতে ও ছবি তুলতে পারবেন। এরপর রাতেই দেশ ছাড়বে বিশ্ব ক্রিকেটের এই রাজমুকুট।
মিরপুরে ‘বিশ্বকাপ’ উদযাপন করছেন মুশফিক-মাহমুদউল্লাহরা – ছবি : সংগৃহীত