জগন্নাথপুর টাইমসসোমবার , ২৭ মার্চ ২০২৩, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ উন্নয়নের সরকার, আমি উন্নয়নের কর্মী- জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী

Jagannathpur Times BD
মার্চ ২৭, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা লাল সবুজের মানচিত্র পেয়েছি আর তাঁর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কে উন্নত রাষ্ট্রের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে দিনরাত কাজ করছেন। তিনি বলেন, দেশের মানুষ আর হরতাল অবরোধ বিশৃঙ্খলা চায় না শান্তিতে বসবাস করতে চায়।
তিনি বলেন, আওয়ামীলীগ উন্নয়নের সরকার আর আমি উন্নয়নের একজন কর্মী। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশ কে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগের প্রতি আস্হা রাখতে হবে।তিনি বলেন যথাসময়ে দেশে নির্বাচন হবে। কেউ অংশ না নিলে নির্বাচন থেমে থাকবে না। তবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবার উচিত নির্বাচনে অংশ নেওয়া।

রোববার (২৬ মার্চ ২০২৩) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও এলজিইডির অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) আবুল হোসেন লালন,  সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর,মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ ।

এরআগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান – নলজুর নদীর ওপর প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন আর্চ সেতুর ভিত্তি প্রস্তর স্হাপন করেন। এসময় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পরিকল্পনা মন্ত্রী ডাক বাংলা সড়কের নলজুর নদীর ওপর সংস্কার হওয়া সেতু পরিদর্শন করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।