জগন্নাথপুর টাইমসশনিবার , ১২ আগস্ট ২০২৩, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নৌকা পেলে আগামী নির্বাচন করবো- লন্ডনে সাংবাদিকদের সঙ্গে সুলতান মনসুর

Jagannathpur Times BD
আগস্ট ১২, ২০২৩ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা  :

বাংলাদেশের জাতীয় সংসদের মৌলভীবাজার-২ আসনের এমপি, ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবে লন্ডনের বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও চা চক্রে মিলিত হন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরীর সভাপতিত্বে ও মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের পরিচালনায় ইনভেস্ট ইন ইউর রুটস ইন বাংলাদেশ ও আলহামরার ভাইস চেয়ারম্যান আশিক চৌধুরীর সহযোগিতায় মতবিনিময়ের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার সেক্রেটারি নজরুল ইসলাম বাসন।

উপস্থিত সকল সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের পরিচিতি পর্ব শেষে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও কমনওয়েলথ জানালিষ্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, প্রেসক্লাবের পক্ষে বিশিষ্ট সাংবাদিক যারা বক্তব্য রাখেন যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, ট্রেজারার সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সায়েম চৌধুরী প্রমুখ।

সাংবাদিক সায়েম চৌধুরীসহ অন্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুলতান মোহাম্মদ মনসুর এমপি বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই, বিশেষ করে এই প্রজন্মদের জেনে রাখা দরকার ধানের শীষ প্রতিক কিন্তু মূলত মরহুম মজলুম জননেতা,মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিক ছিলো। পরবর্তীতে ১৯৭৯ সালের দিকে বিএনপি প্রথমে জাগদল ছিলো তার পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব এই প্রতিক নেন।

তিনি আরো বলেন, এটা কোনো বিতর্কের বিষয় নয় বলে আমি মনে করি।তিনি  বলেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক আমাকে দেন আমি অবশ্যই আগামী নির্বাচন করবো।

তিনি বলেন,  আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে সুস্থ শরীরে বেঁচে থেকে রাজনীতি ও দেশের জনগণের সেবা করতে পারি।

পরিশেষে সভাপতি মহিব চৌধুরী ও  পরিচালক মিছবাহ জামাল উপস্থিত সকল রিন্ট ও  টিভি মিডিয়ার প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।