জগন্নাথপুর টাইমসশনিবার , ১২ আগস্ট ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আগামী সংসদ নির্বাচনের প্রচারণা হবে স্যোশাল মিডিয়ায়- শ্যামল দত্ত

Jagannathpur Times BD
আগস্ট ১২, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ

দৈনিক ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা হবে স্যোশাল মিডিয়ায়।

কারণ মানুষ এখন আর ব্যানার, ফেস্টুন ও পোস্টার এগুলো ফলো করতে চায় না। সময়, কাল-পাত্র অনুযায়ী সব মানুষ এখন স্যোশাল মিডিয়ায় আসক্ত।

তিনি বলেন, পত্রিকাও মানুষ এখন আর পড়তে চায় না। কারণ ঘটনার সঙ্গে সঙ্গে মানুষ সব সংবাদ অনলাইন এবং স্যোশাল মিডিয়ায় পেয়ে যাচ্ছে।

তাই বর্তমান সময় হচ্ছে ডিজিটাল মাল্টিমিডিয়ার। আর এ কারণেই আমাদেরকে সে দিকেই বেশি করে নজর দিতে হবে।

শনিবার(১২আগস্ট) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন  উপজেলার প্রতিনিধিরা এতে অংশ নেন।

সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন – দৈনিক ভোরের কাগজের বিজ্ঞাপন ব্যবস্থাপক এসএমএ রাজ্জাক,  প্রধান অর্থ ব্যবস্থাপক আবদুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দি মজুমদার,               আইটি ইনচার্জ মেহেদী হাসান নিয়াজ, সার্কুলেশন ম্যানেজার মো. তসলিম চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- কাগজ প্রতিবেদক মৌলভী বাজার সালেহ এলাহী কুটি।

বক্তব্য রাখেন- সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ, সিলেট অফিসের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সজ্জাদ হোসেন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম চৌধুরী।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।