জগন্নাথপুর টাইমসসোমবার , ২৭ মার্চ ২০২৩, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

Jagannathpur Times BD
মার্চ ২৭, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) দিবসটির অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার মো. গোলাম সারওয়ার জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর হাইকমিশনের হলরুমে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইকমিশনার মো. গোলাম সারওয়ার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) রেহেনা পানভীন। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা কমোডোর মো. হাসান তারিক মন্ডল। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান ও কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহদে চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।

পরে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

একই সঙ্গে পাসপোর্ট সমস্যা, জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।