জগন্নাথপুর টাইমসরবিবার , ১৩ আগস্ট ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

Jagannathpur Times BD
আগস্ট ১৩, ২০২৩ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান  / অনলাইন ডেস্ক :

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) মানামায় বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘বাহরাইনে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি পূরণ হলো।

এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশের ভাবমূর্তি বহির বিশ্বে ও বিশেষ করে বাহরাইনে উজ্জ্বল হলো।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফয়সল আহমেদ।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের, উপপ্রকল্প পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর (দূতালয় প্রধান) এ কে এম মহিউদ্দিন কায়েস। এ ছাড়াও ই-পাসপোর্ট প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা, গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিদেশস্থ ২৯টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান ছিল। ৩০তম মিশন হিসেবে বাহরাইনের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু হল। ই-পাসপোর্ট আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।