মুহাম্মদ সালেহ আহমেদ :
ইস্তাম্বুল থেকে লন্ডন। ৫৬ দিন সময় নেবে এই বাস যাত্রা। তুরস্কের ইস্তাম্বুল থেকে শুরু হওয়া এই যাত্রা নানা দেশ হয়ে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছাবে।
ভারতীয় ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড এই বাস যাত্রাটি চালু করতে চলেছে। এটিকে বিশ্বের দীর্ঘতম বাসযাত্রা বলেও দাবি করা হচ্ছে।
লন্ডনে পৌঁছানোর পথে ২২টি দেশের ভেতর দিয়ে যাবে বাসটি। চলতি বছরের আগস্ট মাসে এই দীর্ঘ বাসযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম যাত্রায় ৩০ যাত্রী বাসে ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে। তুরস্ক থেকে যাত্রা শুরু করে বাসটির প্রায় দুই মাস ধরে বলকান, পূর্ব ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া ও পশ্চিম ইউরোপ হয়ে লন্ডনে পৌঁছাবে।
ফেরিতে করে ফিনল্যান্ড উপসাগর পার হবে বাসটি। এরপর ইউরোপের নর্ডক্যাপ পয়েন্ট হয়ে নরওয়ের জর্ডস দীর্ঘ, গভীর ও সরু জলপথ পেরিয়ে লন্ডনে যাবে বাসটি। এই যাত্রায় বাসটি পাড়ি দেবে ১২ হাজার কিলোমিটার পথ। ভ্রমণকারীদের গুণতে হবে ২৪ হাজার ৩০০ মার্কিন ডলার (২৫ লাখ ৫১ হাজার ৫৫০ টাকার বেশি)।
যাত্রীরা প্রতিদিন সকালের নাশতার পাশাপাশি ৩০ দিনের মধ্যাহ্নভোজ ও রাতের খাবার পাবেন পরিশোধিত অর্থের বিনিময়ে।