জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে উপজেলা প্রশাসেনর জাতীয় শোক দিবস পালন

Jagannathpur Times BD
আগস্ট ১৫, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান ঃ

জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জগন্নাথপুর উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ চত্তবরে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়া, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর হারুন অর রশীদ চৌধুরী, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আযাদ, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, আনসার বিডিবি কর্মকর্তা জিল্লুর রহমান সহ আরো অনেকে।

 

এছাড়াও পৃথক পৃথকভাবে জগন্নাথপুর পৌরসভা, আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরের উদ্যোগে পুস্পস্তবক অর্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।