জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের দ্বিবার্ষিক সভা ও নতুন কমিটি গঠিত

Jagannathpur Times BD
আগস্ট ২২, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

লন্ডনে বিশিষ্ঠজনের উপস্থিতিতে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের দ্বিবার্ষিক সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২২ আগস্ট ২০২৩) বিকেলে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে সংস্থার সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক – শফিউল আলম বাবুর পরিচালনায় দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন – জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের সভাপতি— মুজিবুর রহমান মুজিব।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে দ্বিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক – শফিউল আলম বাবু ।
পরে সংস্থার ট্রেজারার সৈয়দ জামিল উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জায়েদ চৌধুরী।

বক্তব্য রাখেন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমায়ুন কবীর।

বক্তব্য রাখেন- নতুন কমিটির গঠনের লক্ষ্যে ইলেকশন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী,
ইলেকশন কমিশনার ব্যারিস্টার সাঈফ উদ্দিন খালেদ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট রাজনীতিবিদ সৈয়দ নুরুল ইসলাম দুলু্, কাউন্সিলর রেবেকা সুলতানা, ডেপুটি মেয়র তফজ্জুল হোসেইন, কাউন্সিলর সুরুক আহমদ, সৈয়দ সাদেক,
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমান, সাবেক প্রভাষক আব্দুল হক, শামীম আহমদ, মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সুহেল আহমদ, আবুল খায়ের, তফজ্জুল হোসেন, হাফিজুর রহমান লাকু, সৈয়দ হোসেন আহমদ, শেখ রেজওয়ানুর রহমান, সৈয়দ মামুন, ছমির উদ্দিন, দিলাওয়ার হোসেইন, আলিম উদ্দিন, নাজমুল হোসেইন প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের নতুন কমিটি ঘোষণা করেন ইলেকশন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।

২০২৩-২৫ ইং সংস্থার নতুন সভাপতি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়র প্রাক্তন শিক্ষার্থী, জগন্নাথপুরের কৃতিসন্তান চন্দন মিয়া ও সাধরণ সম্পাদক হলেন- সাবেক অধ্যাপক সৈয়দ আশফাক আহমদ এবং আব্দুল মুমিনকে ট্রেজারার করে ৩১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয় ।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।