মুহাম্মদ সুহেল আহমদ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুরু থেকেই এর সৌন্দর্যের জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সাম্প্রতিক সময়ে এই মাঠের উইকেটও হয়ে উঠেছে ব্যাটিং সহায়ক। সিলেটে খেলা হওয়া মানেই যেন রান উৎসব। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলতি সিরিজের দুটি ওয়ানডেতেই তিন শতাধিক রান হয়েছে। যা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য দারুণ অভিজ্ঞতা।
নিকট অতীততেই বাংলাদেশের মাটিতে বেশিরভাগ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতো মিরপুর শেরেবাংলায়। যেখানকার ভীষণ স্লো উইকেট ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি আর স্পিনারদের স্বর্গ। সেই অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের সাদা বলের ম্যাচগুলো তাই হবে সিলেট আর চট্টগ্রামে। ব্যাটিং সহায়ক উইকেট বলতে এতদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামই সুপরিচিত ছিল। গত ডিসেম্বরেই ভারত সেখানে ৪০৯ রান করেছিল। এখন কিন্তু চট্টগ্রামকে টেক্কা দিচ্ছে সিলেট।