জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক, অগ্রসর শিক্ষার উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ জরুরি – মুহিবুর রহমান মানিক এম পি

Jagannathpur Times BD
আগস্ট ৩১, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

 

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের একদম প্রান্তিক মানুষজনও তার সুফল ভোগ করছে। সরকারের পাশাপাশি প্রবাসীদের আর্থিক সহযোগিতায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে। আমাদের লক্ষ্য এখন গুণগত শিক্ষার উন্নয়নে কাজ করা। অনগ্রসর বা পশ্চাৎমুখী নয়, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আধুনিক, অগ্রসর শিক্ষা নিশ্চিত করতে প্রবাসীরাও এগিয়ে আসবেন বলে আশা রাখি। পূর্ব লন্ডনের ব্রিকলেনের এক রেস্তোরাঁয় ছাতক এডুকেশন ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় সুনামগঞ্জের-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

গত ৩০ আগস্ট মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুজ জামান মোহন।

সভায় প্রধান বক্তা উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান তাঁর বক্তব্যে ছাতকের শিক্ষা ক্ষেত্রে একজন সচেতন জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকদের কর্তব্যবোধ ও অভিভাবকদের সচেতনতা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে শিক্ষা ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রবাসীদের কষ্টার্জিত টাকা আমাদের সমাজ পরিবর্তনে অতীতের ন্যায় আগামী দিনেও কাজে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভার শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি মাহমুদ আলী। এরপর শোকের মাসে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারকক্রেস্ট প্রদান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুরুজ মিয়া, সহ-সভাপতি গোলাম আজম তালুকদার, মকদ্দুস আলী, গয়াসুর রহমান গয়াস, মোকাদ্দেসুর রহমান, কোষাধক্ষ্য আসকর আলী, সাংগঠনিক সম্পাদক আবু শহীদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ জামান, স্কলারশিপ সম্পাদক এরশাদ আহমেদ, আব্দুল মালিক, কবি ও গবেষক আলমগীর শাহরিয়ার প্রমুখ।

উপস্থিত ছিলেন হাজী আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি শরীফ উল্লাহ তালুকদার যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আফসর উদ্দিন, ধৰ্মবিষয়ক সম্পাদক মুহিবুর রহমান শিপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদ্দক এম এ শহীদ, মুহাম্মদ শাহেদ রাহমান, নির্বাহী পরিচালক, সে ফাউন্ডেশন জগন্নাথপুর, বালাগঞ্জ ট্রাস্টের শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, ট্রাস্টি এ সালাম তালুকদার, রফিকুল ইসলাম কাহার, কাজী নজরুল রফিকুল এ ফটিক মিয়া, তওহীদ মিয়া কয়েস, আব্দুল গাফ্ফার, মামুন রশিদ, সায়েদ আহমেদ, এফ এ সেলিম, এস গাজালী, শাহেদ রহমান, মুহিবুর রহমান, হামিদ মহম্মদ, আব্দুস সালাম, সোহেল মিয়া, জামাল হাসান, রুহুল আমিন, জুবেদ আহমেদ সহ আরও অনেকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।